۶ مهر ۱۴۰۳ |۲۳ ربیع‌الاول ۱۴۴۶ | Sep 27, 2024
তেল আবিবকে টার্গেট করেছে হিজবুল্লাহর ৪০০ রকেট হামলা 
তেল আবিবকে টার্গেট করেছে হিজবুল্লাহর ৪০০ রকেট হামলা 

হাওজা / তেল আবিবকে টার্গেট করে ১ দিনে ৪ শাতাধিক রকেট হামলা করেছে হিজবুল্লাহ।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইহুদীবাদী দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিবকে টার্গেট করে ১ দিনে ৪ শাতাধিক রকেট হামলা করেছে হিজবুল্লাহ! এর ফলে ১০ লাখের বেশি ইহুদিবাদী ভূগর্ভে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে দখলদার দেশটির গণমাধ্যম।

ইসরায়েলি সেনাবাহিনীর পরিচালিত রেডিও জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ এই প্রথমবার তেল আবিবে রকেট হামলা চালিয়েছে। খবর আল-জাজিরার।

একইসাথে ইসরায়েলি রেডিও একথাও জানিয়েছে যে, তেল আবিবের দিকে নিক্ষিপ্ত লেবাননের হিজবুল্লাহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের ফ্লাখান দাউদ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। রেডিওর এই খবরে আরো বলা হয়েছে, তেল আবিবে আজকের হামলায় হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলি লক্ষ্যবস্তুতে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

এদিকে, দক্ষিণ লেবাননের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে আল-মায়াদিন নিউজ চ্যানেল জানিয়েছে, হিজবুল্লাহ এই প্রথমবার দূরপাল্লার ‘কাদের-ওয়ান’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

ইসরায়েলের হিব্রুভাষার মিডিয়াগুলো জানিয়েছে যে, সাইরেন বাজার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে তেল আবিবের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে দশ লাখ ইহুদিবাদী প্রবেশ করে। তেল আবিবের উত্তরে নেতানিয়া, শ্যারন এবং আইমেক হাইফারে সাইরেন বাজানোর কথাও হিব্রু-ভাষার মিডিয়া জানিয়েছে।
এসব মিডিয়া স্বীকার করেছে যে লেবাননের হিজবুল্লাহ মাত্র একদিনে ইসরাইলের বিভিন্ন অবস্থানে ৪০০ টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে।
এসব গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উল্লেখিত সংখ্যাটি গত বছর ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর হওয়ার পর থেকে হিজবুল্লাহ নিক্ষেপ করা সর্বোচ্চ সংখ্যক রকেট।

تبصرہ ارسال

You are replying to: .